All Sms

Sl Title SMS Publish Date
1 ডেঙ্গু প্রতিরোধে করণীয়

প্রিয় শিক্ষার্থী, 

বর্তমান সময়ে প্রায় সকল জায়গায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি, ডেঙ্গু থেকে প্রতিরোধ পেতে হলে আমাদের করণীয়ঃ 

১. বাসার বা তার আশে পাশে পানি জমতে দিবে না।

২. দিনে ও রাতে ঘুমাতে মশারী ব্যবহার করবে।

৩. মশা নিরোধক তেল বা ক্রিম ব্যবহার করবে।

৪.  ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট পড়বে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে যা করবেঃ

১. পর্যাপ্ত বিশ্রাম নিন।

২. পর্যাপ্ত শাক-সবজি ও ফলমূল খাবে।

৩. প্রচুর তরল পানি খাবে।

৪. চিকিৎসায় একজন বিশেষজ্ঞের পরামর্শ নিবে।

2023-09-04 06:29:49
1 year ago